তিন মাস পর লা লিগা আবার শুরু হচ্ছে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ২, ২০২১, ৬:২৯ অপরাহ্ন
তিন মাস পর লা লিগা আবার শুরু হচ্ছে

স্পেনের শীর্ষ ফুটবল লীগ লা লিগা তিন মাস বন্ধ থাকার পর আজ আবার শুরু হতে যাচ্ছে। গ্রেনিচ মান সময় রাত ৮টায় সেভিয়া খেলবে একই শহরের দল রেয়াল বেটিস-এর সাথে। লা লিগার বাকি ১১ দফা ম্যাচের প্রতিটি দর্শক-শূন্য মাঠে খেলা হবে। খেলার আগে করোনাভাইরাসে যারা জীবন হারিয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

সেভিয়া-রেয়াল বেটিস খেলায় সাধারণত ৪০ হাজার দর্শক হয়। সেভিয়ার কোচ আশা করছেন দলের সমর্থকরা ধারে কাছে আসবে না, যাতে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা নিশ্চিত করা যায়।

2021-05-02 18:29:46
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: