ভেঙ্গেছে হৃদয়, পুড়ছে মন
এ জগৎ সংসারে কেউ নয় যে কারো আপন,
সব-ই তো দেখছি শুধু মিথ্যের মায়াজালে ঘেরা
স্বার্থের কাছে নত হয় প্রতিটি সম্পর্কের বেড়া,
দুদিনের এই ধরণী তরে এসেছি সবাই একা
যাবার বেলায় দেখবো চতুর্দিক শুধুই ফাঁকা,
তাহলে কেন এই জন্ম-মৃত্যু আর জীবন-সংসার
কাছের মানুষটির দেয়া পারছি না সইতে অবহেলার,
সুখ পাখিটা কি শুধু অর্থ-বিত্ত আর ক্ষমতার ভিতর
তাহলে কি হই আমরা একে অপরের পরস্পর?
চারপাশে যেদিকে তাকাই সেদিকেই শুনি
অভাব-অনটন আর অশান্তির বাণী,
প্রত্যেকের মনে আছে শুধুই হতাশার খনি।
দূর হবে নিশ্চয়ই দূর হবে দুশ্চিন্তা আছে যতো সবার
শুধু বিশ্বাষ আর ভরসা করতে হবে একমাত্র
রাজাধিরাজ ঐ মহান “আল্লাহ্-র”।।
2021-03-07 15:47:04
আপনার মতামত লিখুন :