আইপিএলের আগামী আসর হতে পারে আরব আমিরাতে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ২, ২০২১, ৫:২৫ অপরাহ্ন
আইপিএলের আগামী আসর হতে পারে আরব আমিরাতে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর অনুষ্ঠিত হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া।
চলতি বছরের আইপিএল শুরু হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটির সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে আইপিএল।
এদিকে আইপিএলের ভেন্যু হিসেবে আরব আমিরাতকে বেঁছে নেয়ার পেছনে দেশটির অবকাঠামোগত সুবিধা তুলে ধরা হয়েছে। দুবাই, শারজাহ এবং আবুধাবির ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব খুব বেশি না থাকায় বাড়তি সুবিধা পাবেন ক্রিকেটাররা।
তবে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকায় আইপিএলের ম্যাচগুলো মূলত অনুষ্ঠিত হতে পারে দর্শকশুন্য স্টেডিয়ামে। এই প্রসঙ্গে একটি দলের মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘এটি কোনো সমস্যা নয়। আইপএল টিভিতেও দেখতে পারবে অনেক মানুষ।
এর আগে দুইবার ভারতের বাইরে আয়োজিত হয় আইপিএল। সেই দুইবারই সাধারণ নির্বাচনের জন্য নিজ দেশে আয়োজন করা সম্ভব হয়নি টুর্নামেন্টটি। ২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরের পুরোটাই অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার মাটিতে। ২০১৪ সালে আইপিএলের ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয় আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আবুধাবিতে।

2021-05-02 17:25:00

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: