

দেখতে-দেখতে বিশ-টি বছর চলে তো গেলো
“বাবা” নামক কাউকে আর আমার হৃদয় খুঁজে না পেলো,
আব্বু বলে ডাকতে পারিনা কো কাউকে যে আর
তিনিই থাকেন কেবল ছায়া হয়ে প্রতিটা সন্তানের মাথার ওপর,
আমার বাবা-তো শুধু বাবা-ই নন,ছিলেন আমার সাথে বন্ধুর মতোন
কতো সুন্দর করে বড় করেছিলেন আমায় দিয়ে তাঁর আদর যতন,
যখন-ই ঘুরতে যেতাম বাবার সাথে,চিড়া-দই না খেয়ে ফিরতাম নাকো খালি মুখে
বাবা সর্বদা আমায় আগলে রাখতেন শাসন আর ভালোবাসা দিয়ে তাঁরই বুকে,
আমি আর বাবা পাশাপাশি দাঁড়িয়ে পড়েছি কতো ঈদের নামায একই সাথে
উনিশ বছরে আটত্রিশ-টা ঈদ পার করেছি একা একাই-দেখা হলো না তো আমার বাবারই সাথে,
কাক ডাকা ভোরে কোন এক সময় শুরু হয়েছিলো তাঁর জীবনের শেষ দিনটি
ভুলতে পারিনা কো আজো ঐ দিনের তাঁর চির বিদায়ের মুহুর্তটি,
জানি জীবদ্দশায় আর কখনো কোনদিন দেখতে কিংবা খুঁজে পাবো নাকো আমার বাবাকে
যদি ভালো মানুষ রূপে এ ধরণী থেকে বিদায় নিতে পারি তবে ইনশাআল্লাহ্ -বাবার সাথে দেখা হবেই জান্নাতের কোন নহরের বাঁকে।
কবি কে,এম,আলম (চঞ্চল)
ঢাকা।




































আপনার মতামত লিখুন :