বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, পুলিশের ছিল না সঠিক ভূমিকা


নিউজ ডেক্স প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ন
বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, পুলিশের ছিল না সঠিক ভূমিকা

বাংলাদেশে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে ঢাকায় বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ছিল। কিন্তু কর্মসূচীর এক ঘণ্টার বেশি সময় আগে রাস্তায় জড়ো হয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বনানীর কাকলী মোড়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা বাংলাদেশ ইউএই মৈত্রী কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে মিছিল করেছেন। সেখানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি এম এ কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও বনানী থানা কমিটির সাবেক সভাপতি মো. মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

সন্ধ্যা ৭টা থেকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর এক পাশে মোমবাতি হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিএনপির নেতা–কর্মীরা। তখন রাস্তার উল্টোদিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরাই স্লোগান দিচ্ছিলেন।

এদিকে বনানী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমানের নেতৃত্বে আরেকটি মিছিল বনানী কাঁচাবাজারের পাশে কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থান নিয়েছিলেন।

গত আগস্টে ভোলায় পুলিশের গুলিতে বিএনপির দুজন নেতা-কর্মী নিহত হন। এরপর ২২ আগস্ট থেকে টানা কর্মসূচি শুরু করে দলটি। ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে একজন কর্মী নিহত হওয়ার পর ঢাকার ১৬টি জায়গায় ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।

ঢাকায় ছয়টি কর্মসূচির মধ্যে বিএনপি বিনা বাধায় তিনটি কর্মসূচি করতে পেরেছে। বাকি তিনটিতে বিভিন্ন পর্যায়ে বাধা বা হামলা করেছে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলেছে, বিএনপি শুধুমাত্র নয়াপল্টন ও জাতীয় প্রেসক্লাবের আশপাশ পর্যন্ত বিনা বাধায় কর্মসূচি পালন করতে পারবে। এর বাইরে যে কোন কর্মসূচি পালন করলে বাধা দেওয়া হবে। আওয়ামীলীগ কেন্দ্রীয় অফিসে যোগাযোগ করা হলে, এ বিষয়ে কেউ কথা বলতে চায় নি তবে সার্বিক পরিস্থিতি দেখে মনে হয়েছে, আওয়ামীলীগ রাজনৈতিকভাবেই বিএনপির কর্মসূচীতে বাধা দিয়েছে, হামলা করেছে এবং রক্তাক্ত করেছে তাছাড়া পুলিশের জুড়ালো ভূমিকাও ছিল না।

কামরুল ইসলাম
প্রধান সম্পাদক

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: