আসন্ন ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সহ অধিনায়কত্ব করবেন প্যাট কামিন্স। এর আগে কামিন্সের সঙ্গে উইকেটরক্ষক ব্যাটসম্যান আলেক্স ক্যারি যৌথভাবে এই দায়িত্ব পালন করলেও এবার আর ক্যারিকে এমন দায়িত্বে রাখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। যার কারণে কিছুটা হতাশ ২৮ বছর বয়সি ক্যারি।
শনিবার ক্যারি বলেন, কিছুটা হতাশ তো আপনি থাকবেনই। কিন্তু গত ২৪ মাসে আমি যে সুযোগটা পেয়েছিলাম সেটার জন্যে আমি কৃতজ্ঞ। এখনও আমার নামের পর অমন পদবি থাকলে ভালো হতো, যদিও এতে কিছুই হবে না। এখনও আমি কঠোর পরিশ্রম করছি। আশা করছি সুদিন আসবে।
২৭ বছর বয়সি ফাস্ট বোলার কামিন্সের সহ-অধিনায়কত্বের প্রতি আস্থা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া, এ কারণে অবশ্য কোনও ক্ষোভ নেই ক্যারির।
তিনি আরও বলেন, এটা আবার আগের মডেলে একজন সহ-অধিনায়ক ফিরে গেল যেটা আগে দারুণ কাজ করেছে। প্যাট কামিন্স দারুণ একজন অধিনায়ক। অ্যারন ফিঞ্চ তো অবশ্যই! এমন সিদ্ধান্ত আমার জন্যে আরামদায়কও বটে!
সহ-অধিনায়কত্ব হারালেও অস্ট্রেলিয়ার হয়ে খেলে যেতে চান ক্যারি। অধিনায়কত্ব বা সহ-অধিনায়কত্ব পেলে ভালো লাগবে তাঁর, যদিও সেটাই মূল লক্ষ্য নয় ক্যারির।
ক্যারি বলেন, অবশ্যই নয়। আমি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই। খেলার পথে যদি আমার নামের পাশে পদবি আসে তাহলে তো হলোই। আর যদি না আসে তাহলেও ভালো।
2021-05-04 20:13:14
আপনার মতামত লিখুন :