এ বছর হচ্ছে না বিশ্বকাপ ফুটবলের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন্স এএফসি।
মার্চ থেকে ম্যাচ পিছিয়ে অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা ছিলো। কিন্তু বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অনেকেই যেমন এসব দেশে খেলতে রাজি নয়, ঠিক তেমনি ম্যাচ আয়োজনেও আপত্তি ছিলো অনেক দেশের।
২০২১ সালে পুনরায় ম্যাচগুলো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে হোম এবং কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ বাকি আছে বাংলাদেশের। এজন্য ক্যাম্পও শুরু করেছে বাফুফে।
2021-05-04 21:12:21




































আপনার মতামত লিখুন :