গত ১০ই জুন ২০২৪ সোমবার সিডনি শহরে একটি হলে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.অরূপরতন চৌধূরীর সিডনি শহরে আগমন উপলক্ষে সপ্তক হোমস এর উদ্যোগে এক সম্বর্ধনার আয়োজন করা হয়।
উক্ত অনুস্টানে অনেক গন্যমান্য ব্যাক্তি উপস্হিত ছিলেন, ইন্জিনিয়ার আব্দুল মতিন এর পরিচালনায় ও লরেন্স বেরাল এর উপস্হাপনায় এক মনোজ্ঞ সঙীতানুস্টান এ গান পরিবেশন করেন সিডনির বিশিস্ট সঙীত শিল্পী অমিয় মতিন বাংলাদেশের বিশিস্ট রবীন্দ্র সংগীত ড. অরূপরতন চৌধূরী, তারমধ্যে কবিতা আবৃত্তি করেন বিলকিস রহমান, ন্যান্সি লীনা বেরাল এবং শুভেচ্ছা বক্তব্য প্রখ্যাত কথা সাহিত্যিক শাহান আরা জাকির, উল্লেখ্য সম্প্রতি ড. অরূপরতন চৌধুরী তাঁর ধূমপান ও মাদকবিরোধী কর্মকান্ডে অসাধারন অবদানের জন্য বিশ্ব স্বাস্হ্য সংস্হার পুরস্কার লাভ করেছেন, এজন্য অনুস্টান এ ড. চৌধুরীকে বিশেষভাবে সম্মাননা দেয়া হয়, অনুস্টান এ ড. অরূপরতন চৌধূরীর স্ত্রী গৌরী চৌধূরী তার কনিষ্ট পুত্র সপ্তক চৌধূরী ও পুত্রবধূ প্রীয়তি উপস্হিত ছিলেন |
আপনার মতামত লিখুন :