রাফায় একটি ত্রাণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৪, ২:২১ অপরাহ্ন
রাফায় একটি ত্রাণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজার দক্ষিণের শহর রাফায় একটি ত্রাণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন ওই কেন্দ্রের এক কর্মী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২জন। স্থানীয় সময় গতকাল বুধবার (১৩ মার্চ) গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এ তথ্য নিশ্চিত করেছে।

খাদ্য বিতরণ কেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি। তিনি বলেছেন, তাদের (ইউএনআরডব্লিউ) বিভিন্ন স্থাপনার ওপর হামলার মাধ্যমে ‘আন্তর্জাতিক মানবিক আইনের উপেক্ষা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরো পাঁচ ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, তারা নির্দিষ্ট হামলা চালিয়ে হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। ইসরায়েল নিহত ওই ব্যক্তিকে মোহাম্মদ আবু হাসনা হিসাবে শনাক্ত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত নিহত পাঁচজনের তালিকায় এই নামের একজন ব্যক্তিও রয়েছেন।

ইউএনআরডব্লিউএর মুখপাত্র জুলিয়েট তোমা বলেছেন, হামলার সময় ৬০ জন লোক এই স্থাপনাটিতে কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই স্থাপনাটিকে খাদ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের গুদাম হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে।

তিনি আরো বলেন, আমরা জানি, ইসরায়েলি বাহিনী এ হামলার জন্য দায়ী। আমাদের দল ঘটনাস্থলে রয়েছে এবং তারাই হতাহতদের সংখ্যা জানিয়েছে।

সূত্রঃ বিবিসি

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: