জ্বালানি রফতানিতে ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৪, ২:২৮ অপরাহ্ন
জ্বালানি রফতানিতে ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া

ভোক্তা ও কৃষকদের ক্রমবর্ধমান চাহিদার কারণে দাম স্থিতিশীল রাখতে এবং তেল শোধনাগারগুলো রক্ষণাবেক্ষণের জন্য পেট্রল রফতানির উপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। আগামী শুক্রবার (১ মার্চ) থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রফতানিকারক দেশটি।

দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। জানা যায়, ২১ ফেব্রুয়ারির নোভাক একটি চিঠিতে নিষেধাজ্ঞার প্রস্তাব করার পর প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন তা অনুমোদন করে।

সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি।

সূত্রঃ রয়টার্স

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: