বাংলাদেশের বেসরকারি হাসপাতাল ক্লিনিককে মানতে হবে ১০ নির্দেশনা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন
বাংলাদেশের বেসরকারি হাসপাতাল ক্লিনিককে মানতে হবে ১০ নির্দেশনা

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় ১০ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে এসব নির্দেশনা অবশ্যই পালন করতে হবে বলে গণমাধ্যমে গতকাল অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অধিদপ্তরের প্রথম নির্দেশনায় বলা হয়েছে, সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিকের লাইসেন্সের কপি এখন থেকে প্রতিষ্ঠানের মূল প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে অবশ্যই স্থায়ীভাবে প্রদর্শন করতে হবে। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সংরক্ষণ ও সরবরাহের জন্য একজন তথ্য কর্মকর্তা নিয়োগ দিতে হবে, যার ছবি ও মোবাইল নাম্বার দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

নামে ডায়াগনস্টিক ও হাসপাতাল থাকলেও বেসরকারি যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শুধু ডায়াগনস্টিক সেন্টার অথবা হাসপাতালের লাইসেন্স রয়েছে, সেসব প্রতিষ্ঠান কোনোভাবেই লাইসেন্স ছাড়া উল্লিখিত সেবা দিতে পারবে না। চতুর্থ নির্দেশনায় বলা হয়েছে, ডায়াগনস্টিক সেন্টার বা প্যাথলজিক্যাল ল্যাবরেটরির ক্ষেত্রে যে ক্যাটাগরিতে লাইসেন্স আছে শুধু সে ক্যাটাগরিতে নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কোনোভাবেই অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা যাবে না এবং ক্যাটাগরি অনুযায়ী প্যাথলজি বা মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ও রেডিওলজি বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে। লাইসেন্সের প্রকারভেদ ও শয্যা সংখ্যা অনুযায়ী সব শর্ত বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের কথা পঞ্চম নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

পরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়োজিত সব চিকিৎসকের পেশাগত ডিগ্রির সনদ, বিএমডিসির হালনাগাদ নিবন্ধন ও নিয়োগপত্রের কপি বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে।

যেকোনো অপারেশন, সার্জারি বা প্রসিডিউরের জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসককে সার্জনের সহকারী হিসেবে রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে বলা হয়েছে, কোনো অবস্থায়ই লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক ছাড়া চেম্বার অথবা ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেস্থেশিয়া দেয়া যাবে না। আর বিএমডিসি স্বীকৃত বিশেষজ্ঞ অবেদনবিদ ছাড়া কোনো ধরনের অপারেশন বা সার্জারি করা যাবে না। এছাড়া সব বেসরকারি নিবন্ধিত বা লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল অথবা ক্লিনিকে লেবার রুম প্রটোকল অবশ্যই মেনে চলতে হবে। পাশাপাশি নিবন্ধিত বা লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল অথবা ক্লিনিকে অস্ত্রোপচার চলাকালে অবশ্যই অপারেশন থিয়েটার এটিকেট মেনে চলতে হবে বলে সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: