যুদ্ধবিরতি-চুক্তির নতুন উদ্যোগ নেয়া হচ্ছে: ইসরাইল


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৪, ২:২৯ অপরাহ্ন
যুদ্ধবিরতি-চুক্তির নতুন উদ্যোগ নেয়া হচ্ছে: ইসরাইল

গাজা ভূখণ্ডে সংঘর্ষ সাময়িকভাবে স্থগিত করতে ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে এখনো পণবন্দি প্রায় ১০০ জনের মুক্তিকে নিশ্চিত করতে হামাসের সাথে যুদ্ধবিরতি-চুক্তির নতুন উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরাইল।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত ব্রেট ম্যাকগার্ককে বৃহস্পতিবার বলেন, সরকার ‘আমাদের জিম্মিদের মধ্যস্থতাকারীদের কর্তৃত্বকে সম্প্রসারিত করবে।’

গ্যান্টজ ইসরাইলের যুদ্ধবিষয়ক মন্ত্রিসভায় গ্যালান্ট ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে রয়েছেন। তিনি বুধবার দিনের শেষ দিকে বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। তার এই বক্তব্যের পরই গ্যালান্ট ওই মন্তব্য করেন।

তবে গ্যালান্ট বলেন, পণবন্দীদের মুক্তি সবার আগে এবং হামাস তাদের মুক্তি দিতে রাজি না হলে মুসলিমদের পবিত্র রমজান মাসেও গাজার দক্ষিণপ্রান্তে মিসর সীমান্তবর্তী শহর রাফাহতে স্থল অভিযান চালাবে ইসরাইল। রমজান মাস শুরু হচ্ছে ১০ মার্চ।

সূত্র : ভয়েস অব আমেরিকা

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: