ফুটবলে নতুন নিয়ম আনছে ফিফা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন
ফুটবলে নতুন নিয়ম আনছে ফিফা

নতুন নিয়ম হচ্ছে ফুটবলে। নিয়ম ভাঙলে লাল বা হলুদ নয়, ফুটবল রেফারিরা দেখাতে পারেন নীল কার্ডও। আন্তর্জাতিক ফুটবল সংস্থা এই ঘোষণা করতে পারে। এফএ কাপে দেখা যেতে পারে নীল কার্ড।

নতুন নিয়মানুযায়ী, কোনো ফুটবলারকে নীল কার্ড দেখানো হলে তাকে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে। আর কোনো ফুটবলার যদি দুটি নীল কার্ড দেখেন, তাহলে তাকে মাঠের বাইরে চলে যেতে হবে।

একটি নীল এবং একটি হলুদ কার্ড দেখলেও একই শাস্তি হবে। বড় প্রতিযোগিতায় নীল কার্ড ব্যবহার করার আগে এফএ কাপে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। পুরুষ ও মহিলা দুই ধরনের এফএ কাপেই এই কার্ড ব্যবহার করা হতে পারে।

ওয়েলসের তৃণমূল স্তরের ফুটবলে নীল কার্ড ব্যবহার শুরু হয়েছে। লাল ও হলুদ রঙের চেয়ে আলাদা রং হিসাবে নীলকে বেছে নেওয়া হয়েছে। গত বছর জানুয়ারি মাসে এক ম্যাচে পর্তুগিজ মহিলা রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস সাদা কার্ড দেখিয়েছিলেন

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: