ইয়েমেনে হুথিদের ওপর নতুন করে হামলা চালিয়েছে : যুক্তরাষ্ট্র ও ব্রিটেন


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৪, ৩:৪৩ অপরাহ্ন
ইয়েমেনে হুথিদের ওপর নতুন করে হামলা চালিয়েছে : যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এদিনের হামলায় হুথিদের ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা করে দেশ দুটি। লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলার পর মার্কিন ও ব্রিটিশ বাহিনীর এই হামলার ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘এ সম্মিলিত আক্রমণ হুথিদের জন্য পরিষ্কার বার্তা যে তারা যদি আন্তর্জাতিক জাহাজ ও নৌযানগুলোয় অবৈধ আক্রমণ বন্ধ না করে তাহলে এ হামলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

ইরাক ও সিরিয়ায় আমেরিকান হামলার একদিন পর ইয়েমেনে যৌথ এই বিমান হামলা চালাল মার্কিন ও ব্রিটিশ বাহিনী। গত ২৮ জানুয়ারি জর্ডানে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সৈন্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইরাক ও সিরিয়ায় এই হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং এই অভিযানে সহায়তা প্রদানকারী অন্যান্য দেশগুলো এক বিবৃতিতে বলেছে, হামলার উদ্দেশ্য ছিল- বৈশ্বিক বাণিজ্য এবং নিরপরাধ নাবিকদের জীবনকে হুমকির মুখে ফেলার জন্য হুথিদের ব্যবহৃত সক্ষমতাকে ব্যাহত ও অবনমিত করা।

শনিবারের এই হামলায় হুথিদের সু-সংরক্ষিত অস্ত্র স্টোরেজ অবকাঠামো, ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং লঞ্চার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারগুলোর সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও এতে বলা হয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: