হঠাৎ দেখা – পূজা পালচৌধুরী


নিউজ ডেক্স প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
হঠাৎ দেখা – পূজা পালচৌধুরী

পরীক্ষার হলে ঢুকতে যাওয়ার তীব্র ব্যস্ততার মধ্যেই আচমকা বজ্রপাত হল রাকার জীবনে৷ ফ্ল্যাশব্যাকে পৌঁছে গেল বছর পাঁচেক আগে৷

যেই পরীক্ষার প্রস্তুতির জন্য সময়ের অজুহাত দেখিয়ে একসময় রাকাকে মিথ্যে বুঝিয়েছিল রুপম, আজ সেই পরীক্ষার হলেই দুজন আবার মুখোমুখি। যদিও মাঝে পেরিয়ে গেছে 1825 দিন।

জীবনে চলার পথে আমাদের কত মানুষের সাথে দেখা হয়, বিচ্ছেদ হয়, কেউ কেউ স্বইচ্ছায় হারিয়ে যায় আবার ফিরে আসে, কেউ কেউ চিরদিনের মতো বিদায় নেয় জীবন থেকে৷ এসবের মধ্যেই কিছু মানুষ এমনও থাকে যাদের আমরা মনে রাখতে চাই না, কিন্তু ভুলতেও পারি না।

রাকার জীবনে রুপমও ঠিক এমনই একটা মানুষ। সবাই বলে প্রথম প্রেম ভোলা যায় না৷ রাকার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে৷ ভুলে থাকার অভিনয় করলেও আজও ওর মনে পুরনো স্মৃতি গুলো চাপা পড়ে রয়েছে৷

এতদিন রাকা বারবার ভাবতো একবার যদি রুপমের মুখোমুখি হই, তাহলে খুব ভালো হয়৷ মানুষটা যত কষ্ট দিয়েছে সেই কষ্টের ছাপ হয়তো তার মুখেও ফুটে উঠবে৷ কিন্তু না, সময়ের সাথে সাথে অনেকেই অনেক কিছু ভুলে যায়৷

এতদিন মনের কোনে চাপা পড়ে থাকা কষ্টগুলোকে এবার জ্বালিয়ে দিতে চায় রাকা। তাই রুপমের সব স্মৃতিগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় আগামী দিনের জন্য, আর কখনও পেছনে ফিরে তাকাবে না রাকা। সত্যিই তো,সব পাওয়ার নাম তো জীবন নয়, জীবন মানে অনেক কিছু হারানো, অনেক কিছু হারিয়েও ভালো থাকা,ভালোবাসায় থাকা৷ আর কয়েকমাস পরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে রাকা। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন।

পূজা পালচৌধুরী
কবি, সাহিত্যিক, লেখক
আরোমা পার্ক, কলকাতা।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: