হজ নিবন্ধন সময় বাড়ালো: ধর্ম মন্ত্রণালয়


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৩, ৩:১০ পূর্বাহ্ন
হজ নিবন্ধন সময় বাড়ালো: ধর্ম মন্ত্রণালয়

৫ এপ্রিল পর্যন্ত হজযাত্রী নিবন্ধন বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার নিবন্ধনের বর্ধিত সময় শেষ হওয়ার কথা থাকলেও সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন হয়েছে ১ লাখ ১৮ হাজারের কিছু বেশি।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবার হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। ফলে এখনও প্রায় ১০ হাজার জনের নিবন্ধনের সুযোগ রয়েছে।

এই প্রেক্ষাপটে আরও এক দফা সময় বাড়িয়ে ধর্ম মন্ত্রণালয় হজে নিবন্ধনের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এ বছর হজ নিবন্ধন শুরু হয় ৮ ফেব্রুয়ারি। কাঙ্ক্ষিত কোটা পূরণ না হওয়ায় একে একে সাতবার সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: