সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজিয়ান লেখক ইয়ন ওলাভ ফোস্‌সে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ন
সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজিয়ান লেখক ইয়ন ওলাভ ফোস্‌সে

২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান লেখক ইয়ন ওলাভ ফোস্‌সে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি এই পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে।

সুইডিশ অ্যাকাডেমি বলছে, ইয়ন ওলাভ ফোস্‌সে তার উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য এই পুরস্কার পেলেন। অনুচ্চারিত কথা নিজের লেখায় তুলে এনেছেন তিনি।

জন ফোসসের পুরো নাম ইয়ন ওলাভ ফোস্‌সে। ১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর নরওয়েতে তার জন্ম। তিনি নরওয়েজিয়ান নিনরস্ক ভাষাভাষীর।

নরওয়েজিয়ান নিনরস্ক ভাষায় তার বিশাল রচনা রয়েছে। বিভিন্ন শৈলীতে বিস্তৃত তার রচনার মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, কবিতার সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই ও অনুবাদ। যদিও তিনি আজ বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নাট্যকারদের একজন, তবে তিনি তার গদ্যের জন্যও ধীরে ধীরে স্বীকৃত হয়েছেন।

১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়।


আরও পড়ুনঃ সিরিয়ার একটি মিলিটারি একাডেমিতে ড্রোন হামলা: নিহত ১১০

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: