সাত পাকে বাঁধা


নিউজ ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৪, ৪:২৬ পূর্বাহ্ন
সাত পাকে বাঁধা

সাত পাকে বাঁধা

ভাগ্য আর সময় আমাদের কখন কোন দিকে নিয়ে যায় আমরা নিজেরাও জানিনা। জীবনের সব অধ্যায়ের উপর আমাদের অধিকার থাকে না। তাই যেটা হচ্ছে সেটাকে মেনে নেওয়াই ভালো, কারণ ঈশ্বর আগে থেকেই আমাদের জন্য কিছু ঠিক করে রেখেছেন। আজ উৎসব আর অহনার বিয়ে৷

সকাল থেকে সানাই বেজে চলেছে৷ অতিথি, প্রতিবেশী, আত্মীয় সকলের আগমনে বাড়ির শোভা আর সৌন্দর্য্য কয়েকগুণ বেড়ে গেছে। চারিদিকে সবাই ব্যস্ত। প্রচুর কাজ, সব যেন মঙ্গল মতো হয়ে যায়।

অন্যদিকে অহনা আর উৎসব প্রচন্ড রকম দোটানায় ভুগছে। কিছুটা তাড়াহুড়ো করেই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিল ওরা। দুজনের মধ্যে ছোট খাটো কিছু জিনিসে মিল ছাড়া সব ব্যাপারেই ভাবনার বিস্তর ফারাক। একজন উত্তর হলে আরেকজন দক্ষিণ।
এমন দুজন মানুষ একসঙ্গে পথচলা শুরু করবে৷ অতীতের সমস্ত দুঃখ, কষ্ট, না পাওয়া, আঘাত, অভিমান সবকিছু দীর্ঘ দিনের মতো মনের মধ্যে চাপা দিয়ে নতুন চারা রোপণ করবে৷

অহনার মনে উৎসবের প্রতি ভালোলাগা আগাগোড়াই ছিল। হারানোর ভয়ে এড়িয়ে যাওয়া অহনাকে যেদিন প্রথম মনের কথাটা জানিয়েছিল উৎসব, সেইদিনই অহনা ঠিক করেছিল জীবনের দীর্ঘ 30 বসন্ত পেরিয়ে যাওয়ার পর এবার আর পছন্দের মানুষটাকে হারিয়ে যেতে দিলে চলবে না। উৎসব এর সরলতাকে ভালোবেসেছিল অহনা৷ অহনার রাগী আর জেদি স্বভাবটাই ভালো লেগেছিল উৎসব এর৷ পরিবারের মানুষ গুলো ছাড়া একমাত্র অহনাই ছিল যে ওর উপর রাগ দেখাতো, অভিমান করত। ধীরে ধীরে উৎসবের জীবনে অহনা ওর পরিবার হয়ে উঠেছিল। অহনার না বলা সমস্ত কথা বুঝত উৎসব৷ প্রত্যাশাহীন একটা সম্পর্ক অদ্ভুত ভাবে দুজনকে এক সুতোয় বেঁধে দিয়েছিল৷

দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সানাই এর সুর গাঢ় হয়ে ওঠে। পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণে চার হাত এক হয়ে যায়। অহনা আর উৎসবের মনের সব দোটানা কেটে যায়৷ ওরা বলে ওঠে –

“ যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব ”।

পূজা পালচৌধুরী
কবি, সাহিত্যিক, লেখক
আরোমা পার্ক, কলকাতা।

 

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: