শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হলেন কুমারা দিসানায়েকে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হলেন কুমারা দিসানায়েকে

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) প্রেসিডেন্ট প্রার্থী অনুরা কুমারা দিসানায়েকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন রোববার চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কসবাদী এই নেতাকে। আগামীকাল প্রেসিডেন্ট সচিবালয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন শ্রীলঙ্কার প্রথম মার্কসবাদী কোনো নেতা।

২২টি নির্বাচনী জেলার মধ্যে সাতটির ঘোষিত ফলাফল অনুসারে, অনুড়া কুমার দিসানায়েকে ৫৬ শতাংশ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ ১৯ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে আছেন।

গতকাল শনিবার শ্রীলঙ্কার ২২টি আসনের ১৩ হাজার ৪০০ ভোটকেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গণঅভ্যুত্থানে গোতাবায়া রাজাপক্ষের সরকারের পতনর পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো শ্রীলঙ্কায়। স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়।

নির্বাচন কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ১ কোটি ৭০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৭৫ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০১৯ সালে দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৮৩ দশমিক ৭২ শতাংশ।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: