সবার আগে শেষ ষোলোয় জার্মানি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জুন ২০, ২০২৪, ৩:১০ অপরাহ্ন
সবার আগে শেষ ষোলোয় জার্মানি

স্পেনের বিপক্ষে ৩-০ গোলে হারের পর আলবেনিয়ার বিপক্ষেও পূর্ণ পয়েন্ট তুলতে পারেনি ক্রোয়েশিয়া। ২-২ গোলের ড্র’য়ে ভাগ করেছে পয়েন্ট। আর তাতেই শেষ ষোলোর আগেই বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে ক্রোয়েশিয়ার। এখন শেষ ম্যাচে ইতালির বিপক্ষে জয় ছাড়াও তাকিয়ে থাকতে হবে বাকিদের ওপর। অন্যদিকে টানা দুই দাপুটে জয়ে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক জার্মানি।

গ্রুপ ‘এ’ এর প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলের বড় জয়ে ইউরো মিশন শুরু করে জার্মানি। এরপর দ্বিতীয় ম্যাচেও জয় তুলেছে দলটি। হাঙ্গেরিকে হারিয়ে দিয়েছে ২-০ ব্যবধানে।

ম্যাচের ২২ মিনিটেই জার্মানিকে এগিয়ে নেন অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এ গোলে তাকে সহায়তা করেছেন অধিনায়ক ইলকাই গুন্দোয়ান। দ্বিতীয়ার্ধে আর গোলে সহায়তা নয় নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন গুন্দোয়ান। আর তাতেই ম্যাচ থেকে ছিটকে গেছে হাঙ্গেরি। ৬৭ মিনিটে ২ গোল হজম করার পর আর গোল শোধ দিতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছে ২-০ গোলের ব্যবধানে।

রাতের আরেক ম্যাচে ক্রোয়েশিয়া ম্যাচের ১১ মিনিটে পিছিয়ে পড়লেও ৭৪ থেকে ৭৬ মাঝের ২ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে আলবেনিয়া শেষ পর্যন্ত হাল না ছেড়ে লড়াই চালিয়ে অতিরিক্ত যোগ করা সময়ে সর্বনাশ করে দিয়েছে ক্রোয়েশিয়ার। ৭৬ মিনিটে আলবেনিয়ার রক্ষণ ক্লাউস গজাসুলা ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে ফেললেও পরে শাপমোচন করেছেন অতিরিক্ত যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায়।

দারুণ এক গোল করে নিশ্চিত হার থেকে বাঁচিয়েছেন আলবেনিয়াকে। প্রথমবারের মতো ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষে খেলতে নেমে গড়েছেন লড়াইয়ের এক অনন্য নজির। আর তাতেই শঙ্কায় পড়ে গেছে ক্রোয়েশিয়ার শেষ ষোলোয় খেলা। গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী ২৫ জুন ক্রোয়েশিয়াকে লড়তে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: