যুক্তরাষ্ট্রের বিদায়, শেষ আটে পানামা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জুলাই ২, ২০২৪, ২:৫৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের বিদায়, শেষ আটে পানামা

মেক্সিকোর পর এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ২০২৬ বিশ্ব কাপের আরেক সহআয়োজন যুক্তরাষ্ট্রের। উরুগুয়ের কাছে হেরে নকআউট পর্বের আগেই থামতে হলো স্বাগতিকদের। তাদের ব্যর্থতার দিনে বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পানামা।

মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারায় উরুগুয়ে। ম্যাচের ৬৬তম মিনিটে গোলটি করেন ম্যাথিউস অলিভেরা।

একই সময় শুরু হওয়া ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারায় পানামা। হোসে ফাজারদোর গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল পানামা। দ্বিতীয়ার্ধে ব্রুনো মারিান্দার গোলে সমতায় ফেরে বলিভিয়া। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। শেষ দিকে গোল দুটি করেন এদুয়ার্দো গুইরেরো ও সিজার ইয়ানিস।

৩ ম্যাচে শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে উঠল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এই পর্বে তাদের প্রতিপক্ষ হতে পারে কলম্বিয়া অথবা ব্রাজিল।

২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে শেষ আটে উঠল পনামা। ৩ ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট যুক্তরাষ্ট্রের। ৩ ম্যাচের একটিতেও জেতেনি বলিভিয়া।

বুধবার সকালে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ দুটি। যেখানে ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে আর কোস্টা রিকার প্রতিপক্ষ প্যারাগুয়ে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: