

প্রথম হাতেখড়ি শিখান যিনি তিনি-তো শিক্ষক
ছাত্রদের ভবিষ্যত জীবনের সঠিক পথ প্রদর্শক,
আদর,স্নেহ,মায়া-মমতায় গড়ে তোলেন ছাত্র ছাত্রীদেরকে
প্রত্যককেই ভালোবাসা প্রদান করেন হৃদয় গহীন থেকে।
শিক্ষিত হয়ে ছাত্র ছাত্রীরা বেড়িয়ে পরে দেশের সেবায়
শিক্ষকদের ভালোবাসা আর দোয়া তাদের মনে গেঁথে রয়,
শিক্ষকদের মাধ্যমেই শুরু হয় শিক্ষার রুপান্তর
সকল শিক্ষকদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম নিরন্তর।




































আপনার মতামত লিখুন :