শপিং সেন্টারে হঠাৎ ছুরি নিয়ে হামলা, ইসরায়েলি সেনা নিহত


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৪, ২:৫৭ অপরাহ্ন
শপিং সেন্টারে হঠাৎ ছুরি নিয়ে হামলা, ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কারমিয়েলের একটি শপিং সেন্টারে ছুরিকাঘাতে এক ইসরায়েলি সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী কাছাকাছি প্রধানত আরব শহর নাহাফের বাসিন্দা। হতাহত সৈন্যদের একজনের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) নিহত সৈনিকের নাম সার্জেন্ট আলেকজান্ডার ইয়াকিমিনস্কি বলে জানিয়েছে। ১৯ বছর বয়সী এই সেনা ইসরায়েলের নাহারিয়ার বাসিন্দা। হামলাস্থল শপিং সেন্টার থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে অবস্থিত ওই এলাকাটি।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ইউনিফর্ম পরা এবং রাইফেল নিয়ে সজ্জিত দুই ব্যক্তিকে বারবার ছুরিকাঘাত করছে একজন ব্যক্তি। এরপর তিনি নেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সৈন্যদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান ওই হামলাকারী।

পুলিশ বলেছে, তারা ঘটনাটিকে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ হিসাবে বিবেচনা করছে এবং হামলাকারীর বেশ কয়েকজন আত্মীয়কে আটক করা হয়েছে। কোনো গ্রুপের পক্ষ থেকে এই ঘটনায় তাৎক্ষণিক কোনো দায় স্বীকার বা কিছু দাবি করা হয়নি।

তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, হামলাটি ছিল গাজা এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ‘অপরাধের’ একটি ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’। অন্যদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ একে ‘বীরোচিত অভিযান’ বলে অভিহিত করেছে।

ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে, তাদের প্যারামেডিকরা শপিং সেন্টারের ভেতরে শরীরে ক্ষত নিয়ে আহত দুই ব্যক্তির চিকিৎসা করেছে। পরে তাদের দুজনকেই নাহারিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: