রতন টাটার প্রয়াণ, কে হবেন সাম্রাজ্যের উত্তরাধিকারী?


অনলাইন ডেক্স প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৪, ৫:৪০ অপরাহ্ন
রতন টাটার প্রয়াণ, কে হবেন সাম্রাজ্যের উত্তরাধিকারী?

বড় মানুষ বলতে বোঝায়, কর্মময় গরিমা, জীবনঘনিষ্ঠ অঢেল অর্থকড়ির গৌরব আর জনবিশ্বে সম্মানের উচ্চ আসন তেমন এক মহাজীবনের অবসান হল,চিরবিদায় নিলেন ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা। হাস্পাতালে গিয়েছিলেন রুটিন চেকআপে। সেখান থেকেই অবস্থার অবনতি। সংকটজনক অবস্থার গুঞ্জনের মাঝেই এসেছে তার মৃত্যুসংবাদ।

তিনি ৮৬ বয়সী রতন টাটা। বর্ষীয়ান এই শিল্পপতির পরলোকে ভারতে শোকের ছায়া শিল্পমহলসহ সব ক্ষেত্রেই। ১৯৩৭ সালে জন্ম। দীর্ঘ জীবনকালে শিল্পপতি হিসেবে একের পর এক নজির গড়েছেন। ঝুলিতে এসেছে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। তথ্য বলছে, তিনি রেখে গেলেন ৩৮০০ কোটি ভারতীয় টাকার (রুপি) সম্পত্তি। তার পরলোকগমনে এই বিরাট সাম্রাজ্যের উত্তরাধিকার কে হবেন? জল্পনা তা নিয়েও।

এই বিষয়ে বেশ কয়েকটি নাম উঠে আসছে -অন্যতম নাম হলো নোয়েল টাটা। তিনি নেভাল টাটা এবং সিমোনের সন্তান। এছাড়া তার তিন সন্তান মায়া, নেভিল এবং লেয়াকেও টাটার উত্তরাধিকারের তালিকায় রাখা হয়।

নেভিল ট্রেন্ট লিমিটেডের স্টার বাজার দেখভাল করেন। স্পেনের আইই বিজনেস স্কুল থেকে পড়েছেন লেহা। ইন্ডিয়ান হোটেল কোম্পানি এবং তাজ-এ তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অন্যদিকে ব্যবসায়িক ক্ষেত্রে অন্যতম বুদ্ধিমতী মনে করা হয় মায়াকে। টাটা অপার্চুনেটিস্ট ফান্ড এবং টাটা ডিজিটালেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: