ছাত্রলীগের হামলা : গুলি রক্তাক্ত ঢাবি ক্যাম্পাস


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৪, ৩:০০ অপরাহ্ন
ছাত্রলীগের হামলা : গুলি রক্তাক্ত ঢাবি ক্যাম্পাস

কোটা সংস্কারের দাবিতে বিগত কয়েকদিন ধরে চলা শান্তিপূর্ণ আন্দোলন ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাবির বিজয় একাত্তর হলের সামনে থেকে শুরু হওয়া সংঘর্ষে রণক্ষেত্র হয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা।

ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা। লাঠিসোঁটা, রড, হকিস্টিক, জিআই পাইপ, স্ট্যামসহ দেশীয় অস্ত্রের মুখে টিকতে না পেরে ছাত্রলীগের হাতে বেধড়ক মারধরের শিকার হয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা।

ছাত্রলীগের হামলা ও মারধরে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই আড়াই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মলচত্বর, টিএসসি এলাকায় হামলায় আহত হয়ে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতালের ভেতরেও হামলা চালায় ছাত্রলীগ। ফলে ওই এলাকায়ও ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপেরে ঘটনা ঘটে। এসময় সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে হেলমেট পরিহিত একজনকে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতেও দেখা যায়।

এছাড়া ওই এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের শিক্ষার্থীদের ওপরও হামলা চালিয়েছে ছাত্রলীগ। এর প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। দুপুর থেকে বিকেল অবধি চলা এই সংঘর্ষের পর লাঠিসোটা হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়া দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংঘর্ষের পুরোটা সময়ই এবং ছাত্রদের ওপর হামলার ঘটনা দেশেও পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: