ইসরাইলের যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস


অনলাইন ডেক্স প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৪, ৫:০৮ অপরাহ্ন
ইসরাইলের যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাস শনিবার এক বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরাইলের সর্বশেষ পাল্টা প্রস্তাব পর্যালোচনা করছে তারা।

বর্তমানে কাতারে অবস্থিত হামাসের ডেপুটি গাজা প্রধান খলিল আল-হাইয়া এপ্রিলে মিশরীয় এবং কাতারি মধ্যস্থতাকারীদের কাছে পেশ করা প্রস্তাব সম্পর্কে বলেন, ‘এই প্রস্তাব পর্যালোচনা করা হবে। সবকিছু খতিয়ে দেখে তারপর প্রতিক্রিয়া জমা দেয়া হবে।’

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরাইল দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকৃত হামাস যদিও এর আগে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করেছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরাইল।

গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের ছয় মাসের বেশি সময় পরেও অচলাবস্থা কাটেনি। অস্থায়ী যুদ্ধবিরতির নয়, চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে হবে, এই দাবিতে অনড় হামাস।

স্থগিত হয়ে যাওয়া শান্তি প্রক্রিয়া নতুন করে শুরুর চেষ্টা করছে মিশর। মিশরীয় প্রতিনিধি দল আলোচনা ফের শুরু করতে এবং অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের চেষ্টার অংশ হিসেবে ইসরাইলে পৌঁছেছেন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: