স্পোর্টস ডেস্ক :মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানের কাছ থেকে ব্যালন ডি’অর ট্রফিটি নেন বোনমাতি।
ভোটে দ্বিতীয় হন বার্সেলোনারই নরওয়ে উইঙ্গার ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন। তৃতীয়ও বার্সেলোনার, স্প্যানিশ উইঙ্গার সালমা পারালুয়েল্লো। গত ১৮ মাসে বিশ্বকাপ ও দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন স্প্যানিশ ফুটবলার বোনমাতি।
জয়ের পর তিনি বলেছেন, ‘সব সময় বলেছি এটা এমন কিছু যা একা করা অসম্ভব। দারুণ কিছু খেলোয়াড় আমার আশপাশে থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করি। সতীর্থদের ধন্যবাদ তাঁদের ছাড়া এখানে আসতে পারতাম না।’
এদিকে, টানা দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। জাতীয় দলের জার্সিতেও তিনি অনবদ্য।
লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৬ ম্যাচের পাঁচটিতেই নিজেদের জাল অক্ষত রেখেছিলেন মার্টিনেজ। টাইব্রেকারেও দারুণ ভূমিকা রেখে জিতিয়েছেন। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার পথে বড় অবদান রেখেছেন এই গোলরক্ষক।
তারই স্বীকৃতি হিসেবে প্যারিসে সোমবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে মার্টিনেজের হাতে তুলে দেওয়া হয় সেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’।
অন্যদিকে, ছেলেদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। আর মেয়েদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন এমা হেইজ।
আপনার মতামত লিখুন :