মিঠুন চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি পাকিস্তান গ্যাংস্টারের


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
মিঠুন চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি পাকিস্তান গ্যাংস্টারের

বিনোদন ডেস্ক : ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে হত্যার হুমকি পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুনকে খুনের হুমকি দিয়েছেন দুবাই ভিত্তিক পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাটি। কারাগারে বন্দি ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভাটি। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে মিঠুনকে প্রাণে মেরে ফেলার এই হুমকি দেওয়া হয়েছে। 

সম্প্রতি গত ২৭ অক্টোবর কলকাতার ‘ইস্টার্ন জোনাল কাউন্সিল সেন্টার’ (EZCC)-এ আয়োজিত বিজেপির সদস্যপদ অভিযানে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল মিঠুনের বিরুদ্ধে। 

গত লোকসভা নির্বাচনের প্রচারণায় গিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে বসেন। তার প্রেক্ষিতেই পাল্টা মন্তব্য করেছিলেন মিঠুন। হুমায়ুন কবিরকে তার নিজের জায়গায় পুঁতে দেওয়ার হুংকার দিয়েছিলেন মিঠুন। সেই মন্তব্যের প্রেক্ষিতে মিঠুনের বিরুদ্ধে সল্টলেকের বিধাননগর দক্ষিণ এবং কলকাতার বউবাজার থানায় দুইটি এফআইআর’ও দায়ের করা হয়েছিল। এবার সেই মন্তব্যের প্রেক্ষিতেই প্রাণনাশের হুমকি দেওয়া হল মিঠুনকে। 

পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাটি একটি ভিডিও পোস্ট করেন। তাতে মিঠুনকে অস্রাব্য ভাষায় গালিগালাজ করতে দেখা গেছে ভাটিকে। সেই ভিডিওতে মিঠুনের ওই বিতর্কিত মন্তব্যের ভিডিও পোস্ট করার পাশাপাশি আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে মিঠুনকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ভাটি। তাতে বলা হয়েছে ওই মন্তব্যের জন্য মিঠুন যদি ক্ষমা না চান, তবে তাকে চরম মূল্য দিতে হবে। 

হুমকি বার্তায় পাকিস্তানি গ্যাংস্টার ভাটি বলেন, ‘মিঠুন সাব আপনাকে একটা উপদেশ দেওয়ার আছে। আপনি ১০-১৫ দিনের মধ্যেই নতুন একটা ভিডিও প্রকাশ করে তাতে ক্ষমা চেয়ে নিন। ক্ষমা চাওয়াটাই আপনার কাছে ভালো হবে। কারণ আপনি আমাদের মনে কষ্ট দিয়েছেন। যেখানে বিভিন্ন ধর্মের মানুষরা আপনাকে ভালোবাসা দেয়, মুসলিমরাও আপনাকে অনেক শ্রদ্ধা করে এবং ভালোবাসে। আপনার মত বয়সে অনেকেই এমন কিছু বলে ফেলেন যা নিয়ে পরে অনুশোচনাও করে।’ 

তিনি আরো বলেন, ‘এটা সিনেমা নয়। এটা বাস্তব জীবন। আমি ভিডিওতে কাউকে হুমকি দেই না। এমন কোনো যুদ্ধে জড়াবেন না, যেখানে জিততে পারবেন না।’ 

এর আগে বলিউড অভিনেতা সালমান খান এবং শাহরুখ খানকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। বেশ কয়েক বছর আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বলিউড অভিনেতা সালমান খানকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে তাকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোই। কয়েকদিন আগেই সালমানের কাছের বন্ধু মহারাষ্ট্রের ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকী’কে হত্যার পিছনেও লরেন্স বিষ্ণোইয়ের হাত আছে বলে মনে করা হয়। 

এছাড়া গত সপ্তাহেই অপরিচিত ব্যক্তির কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানও। 

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: