ভিসা ছাড়া তুরস্ক ভ্রমন করতে পারবে ৬ দেশের নাগরিক


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩, ৪:৩০ অপরাহ্ন
ভিসা ছাড়া তুরস্ক ভ্রমন করতে পারবে ৬ দেশের নাগরিক

সম্প্রতি নিজেদের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কাসহ বেশ কিছু দেশ ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করেছে। এবার একই ধরনের উদ্যোগ নিল ইউরেশিয়ান দেশ তুরস্ক। সৌদি আরবসহ ছয়টি দেশের নাগরিকদের তুরস্কে ভিসামুক্ত প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (২২ ডিসেম্বর) এ সিদ্ধান্ত জারি করা হয়, যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে শনিবার।

সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের সাধারণ পাসপোর্টধারী নাগরিকদের ভিসা ছাড় দেয়ার সিদ্ধান্ত জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তুরস্কের নতুন এই ঘোষণায় উল্লেখিত ছয় দেশের নাগরিক ভিসা ছাড়াই প্রতি ১৮০ দিনে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত দেশটিতে ভ্রমণ করার সুযোগ পাবেন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: