

যশোর-বেনাপোল রেল সড়কের কাগজপুকুরে চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন আলী হোসেন(৪০) নামে এক কাপড় ব্যবসায়ী। তবে তাৎক্ষিনক তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস রেলে সে আত্মহত্যা করে।
নিহত আলী হোসেন সাতক্ষীরার কলরোয়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রমজান চৌকিদারের ছেলে।
বেনাপোল রেলষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল এক্সপ্রেসটি বেনাপোল ষ্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর দুই কিলোমিটার দূরে কাগজপুকুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ঐ কাপড় ব্যবসায়ী আত্মহত্যার জন্য রেলে সামনে ঝাপিয়ে পড়েছিল। এসময় শরীর থেকে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষন পর সে মারা যায়।




































আপনার মতামত লিখুন :