বিচ্ছিন্নতা


নিউজ ডেক্স প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১১:২১ অপরাহ্ন
বিচ্ছিন্নতা

আমরা যাদের প্রতি ভীষণ অবাধ্য, চরম অবহেলার পরেও যাদের আমরা প্রায়োরিটি লিস্টের শীর্ষে রাখি,

একদিন সেই মানুষগুলোও হারিয়ে যায়… আমাদের খারাপ লাগে, খুব খারাপ লাগে, আমরা বারবার তাদের ফিরিয়ে আনার চেষ্টা করি…
চেষ্টা চলতেই থাকে, আমরা হেরে যাই, আবার চেষ্টা করি….

এইভাবে কেটে যায় কয়েক বসন্ত…
পাতাঝড়ার মরশুমে আমরা আবার রবীন্দ্রসংগীত শুনে নিজেদের ভোলানোর চেষ্টা করি…

কিন্তু এমন একদিন আসে, যখন কোনকিছুই আর আমাদের কষ্ট দিতে পারে না,

কারণ আমরা ভাবতে শিখে যাই…

কল্পনার আশ্রয়ে আমরা ধরে নি যা হয়েছে তা ভালোই হয়েছে,কারণ যা হয় তা ভালোর জন্যই হয়।

পূজা পালচৌধুরী
কবি, সাহিত্যিক, লেখক
আরোমা পার্ক, কলকাতা।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: