বিএনপির সমাবেশ দেখে সরকার ঘাবড়ে যাচ্ছে কেন?


নিউজ ডেক্স প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন
বিএনপির সমাবেশ দেখে সরকার ঘাবড়ে যাচ্ছে কেন?

গতকাল খুলনায়, তার আগে ময়মনসিংহ, চট্টগ্রামে বিএনপির সমাবেশে প্রচুর মানুষের উপস্থিতি হয়েছে। সামনের নির্বাচনের আগে এই সমাবেশগুলো গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ। জামাত ছাড়া বিএনপি যে বড় শক্তি সেটা সাম্প্রতিক সময়ে প্রমাণ হয়েছে।

বাংলাদেশের মেইনস্ট্রিম রাজনীতিতে জামাত ৮৬, ৯৬, ২০০১ সালের নির্বাচনে এমনকি কখনই বিগ ফ্যাক্টর ছিল না। তারা সব অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করেছে। আজকের এই গণজোয়ারকে গণঅভ্যুত্থানে পরিণত করতে হলে যে রাজনৈতিক দর্শনের দরকার পড়ে বর্তমান বিএনপির সেই যোগ্যতা চোখে পরছে।

গতকালের মহাসমাবেশে জনতা যেন যোগ দিতে না পারে, আওয়ামীলীগ সরকার গণপরিহন বন্ধ রেখেছে, পুলিশ দিয়ে পথে পথে তল্লাশি চালিয়েছে, রাস্তায় ব্যারিকেড দিয়ে ছাএলীগ এবং যুবলীগ হেঁটে গন্তব্যে রওনা দেয়া মানুষের ভাইভা নিয়েছে, খুলনার হোটেলগুলোতে তল্লাশি তারপরও ট্রাকের উপর কাভার দিয়ে তার নিচে লুকিয়ে, ট্রেনে এমনকি আরো কত শতভাবে খুলনায় উপস্থিতি হয়েছে বাংলাদেশের মুক্তি পাগল জনতা, আসলে এই জনতা মুক্তি চায়।

নির্যাতন উপেক্ষা করে, চিড়ামুড়ি গুড়, পানি নিয়ে পায়ে হেটে বিএনপির নেতাকর্মীদের অনেকে একদিন আগেই খুলনা পোঁছে গিয়েছিলো। অবাক করার বিষয় হলো শিক্ষিত তরুণ এবং বৃদ্ধদের উপস্থিতি দিন দিন বাড়ছে অর্থাৎ সাধারণ মানুষের অংশগ্রহণও বাড়ছে, এসব হচ্ছে গণঅভ্যুত্থানের নমুনা।

অথচ কিছুদিন আগেও বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর ভাষ্য ছিলো ‘বিএনপি’র মিছিলে হামলার অভিযোগ’, অর্থাৎ ঘটনাকে ‘অভিযোগ’ বলে ‘সত্য/মিথ্যার’ দায় এড়িয়ে যাওয়া। এবার সমাবেশের পর পত্রিকাগুলো ভাষ্য হচ্ছে বিশাল সমাবেশ, বিশাল উপস্থিতির দাবী।

এই বিএনপির প্রায় ৩৫ লাখ নেতাকর্মীর নামে লক্ষাধিক মামলা আছে, বিএনপি করে কিন্তু মামলা নাই এমন লোক আছে কিনা সন্দেহ। আওয়ামীলীগ যদি মামলার নেশায় না ডুবতো তবে ২০০৯ সাল থেকে বর্তমান বিএনপি এভাবে ঠিকে থাকতে পারতো কিনা সন্দেহ থাকতো। বিএনপির নির্যাতিত নিপীড়িত এতো লোক বিভাগীয় সমাবেশগুলোতে জড়ো হচ্ছে মূলত আওয়ামীলীগের হামলা-মামলা পলিসিই বড় অবদান রেখেছে।

দলটি ৫ বছর সংসদের বাহিরে এবং ১৫ বছর ক্ষমতার বাহিরে থাকার পরও দলের পক্ষে এমন বিশাল সমাবেশ করা তখনই সম্ভব হয় যখন দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়, জনসমর্থন থাকে। এমন স্বতঃস্ফূর্ত মহাসমাবেশ, বহুদিন দেখেনি বাংলাদেশ।

কামরুল ইসলাম
প্রধান সম্পাদক

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: