বাবর-কোহলিকে ছাড়িয়ে রিজওয়ানের রেকর্ড


অনলাইন ডেক্স প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন
বাবর-কোহলিকে ছাড়িয়ে রিজওয়ানের রেকর্ড

সময়ের দুই সেরা ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রততম তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ রিজওয়ান।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টি-টোয়ন্টিতে এই রেকর্ড গড়েন পাকিস্তানের এই ব্যাটার। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শনিবারের সেই ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারায় স্বাগতিকরা।

তিন হাজার থেকে ৩৯ রান কম নিয়ে ম্যাচটি খেলতে নামা রিজওয়ান পাকিস্তানের হয়ে ৭৯ ইনিংসে স্পর্শ করেন এই মাইলফলক। এতদিন যৌথভাবে রেকর্ডটি ছিল তার সতীর্থ বাবর ও ভারতের তারকা ব্যাটসম্যান কোহলির। তিন হাজার রান করতে এই দুজনের লেগেছিল ৮১ ইনিংস।

৯০ রানের লক্ষ্যে ৩৪ বলে ৪৫ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন রিজওয়ান। ১ ছক্কা ও ৪টি চারে সাজান ইনিংসটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে কোহলি। একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি করেছেন ৪ হাজার রান। এছাড়া ৩ হাজার রানের কোঠায় রয়েছেন আরও ছয় ক্রিকেটার। এর মধ্যে বাবর আজমের পর দ্বিতীয় পাক ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন রিজওয়ান।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: