‘এসো হে বৈশাখ এসো এসো’


নিউজ ডেক্স প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৩, ৬:৪০ অপরাহ্ন
‘এসো হে বৈশাখ এসো এসো’

বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস বেশ পুরানো এবং ঐতিহ্যের। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য এক সুতায় বাধা। প্রতি বছরের মতো নতুন করে আসে পহেলা বৈশাখ, কোটি কোটি বাঙালির হৃদয়ে পুরাতনের বিদায়ের মধ্য দিয়ে নতুন করে পথ চলার, নতুন ভাগ্যের আশায়! নতুন বছর মানেই সবার কাছে নতুন দিনের প্রেরণা, নতুনভাবে জেগে ওঠার কল্পনা।

‘আমাদের ভারতবর্ষে মুঘল সম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরী পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত। কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদেরকে খজনা পরিশোধ করতে বাধ্য করতেহত। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়’।

কৃষিনির্ভর গ্রামীণ সমাজে নতুন ফসলকে কেন্দ্র করে যে উৎসবের সূচনা, আধুনিক যুগে পান্তা-ইলিশ শহরে এসে পরিণত হয়েছে নববর্ষ বরণ উৎসবে। ব্যবসায়ীরা দোকানে দোকানে হালখাতার আনুষ্ঠানিকতায় মিষ্টি দিয়ে তাদের ক্রেতাদের স্বাগত জানাতো, গ্রামে গ্রামে মেলা হতো, মই দৌড় প্রতিযোগিতা হতো, গানের উৎসব হতো, একারণেই বাঙালির সার্বজনীন ও সবথেকে বড় উৎসব হচ্ছে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে শুভ নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নেয়। এছাড়াও অষ্ট্রেলীয়াসহ বিশ্বের সকল প্রান্তের সকল বাঙালি এ দিনে নতুন বছরকে বরণ করে নেয়, সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন উৎসব।

প্রবিবছর নববর্ষে বঞ্চিত ছিলো ভূমিপুত্ররা, এই ভূমিপুত্ররাই ফসল ফলায়, অন্ন যোগায় বাবুদের। আমি নিজেও গর্বিত বাঙাল, অহঙ্কারী ভূমিপুত্র। তবে নববর্ষ উদযাপনের নামে আজকালকার আধুনিক সাংস্কৃতিক ভাঁওতাবাজি বন্ধ করা হউক।

নতুন বছরের প্রথম দিনটি ভালো কাটুক, নতুন বছরটি ভালো যাক। সত্য সুন্দর আর আনন্দ ছুঁয়ে যাক সবার জীবনে। অতীতের সব দুঃখ ভুলে নতুনকে নিয়ে সুন্দর হোক আমাদের আগামীর পথচলা।

সবাইকে ১৪৩০ বাংলা নববর্ষের শুভেচ্ছা।

কামরুল ইসলাম
প্রধান সম্পাদক

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: