বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তই বেশি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৯, ২০২২, ৪:২২ অপরাহ্ন
বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তই বেশি
আসন্ন কাতার বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, সমর্থকদের উন্মাদনা ততই বাড়ছে। কদিন আগে বিশ্বকাপ টিকিটের জন্য সমর্থকদের আবেদনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছিল ফিফা। যেখানে দেখা যায়, সবচেয়ে বেশি চাহিদা আর্জেন্টিনা ম্যাচের টিকিটের। মেসিদের খেলা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ফুটবলভক্তরা। একই চিত্র বাংলাদেশেও। 
এদিকে মাঠে বসে কাতার বিশ্বকাপ দেখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে গতকাল সোমবার ৯ মে শেষ দিন পর্যন্ত প্রচুর আবেদন পড়েছে। আর দেশের ফুটবল ভক্তদের চাহিদার শীর্ষে রয়েছে আর্জেন্টিনার ম্যাচের টিকিট। 
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ একটি গণমাধ্যমকে বলেছেন, ‘ফিফা আমাদের ধারণা দিয়েছে যে আমরা ২০০ থেকে ২৫০টি টিকিট পেতে পারি। তবে চূড়ান্ত সংখ্যাটা জানা যাবে আগামী ১২ মের পর। এখন পর্যন্ত আমরা আবেদন পেয়েছি ৪৪৭টি। যার মধ্যে অধিকাংশই একের অধিক টিকিট চেয়েছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে আর্জেন্টিনার ম্যাচের টিকিটের জন্য।’ 
এদিকে কদিন আগে ফিফা জানায়, প্রায় ২ কোটি ৩৫ লাখেরও বেশি টিকিটের অনুরোধ পেয়েছেন তারা। আর নির্দিষ্ট ম্যাচের হিসাবে যথারীতি বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি। আর তারপরই আর্জেন্টিনার গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য টিকিটের চাহিদা তুঙ্গে। 
কাতার বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার সি-গ্রুপে প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। গত বছর কোপা আমেরিকা জিতে লিওনেল স্কালোনির দায়িত্বে থাকা আর্জেন্টিনা শুধু তাদের গ্রুপ জয়ের ফেভারিটই নয়, বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও অন্যতম দাবিদার। তবে অভিজ্ঞতার বিচারে প্রথম চাকরি হিসেবে আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকা স্কালোনি বাকি পথটুকু চালিয়ে নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে!

2022-05-09 16:22:20

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: