ফ্রান্সের হয়ে খেলার ইচ্ছা নেই এমবাপ্পের!


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন
ফ্রান্সের হয়ে খেলার ইচ্ছা নেই এমবাপ্পের!

স্পোর্টস ডেস্ক : নভেম্বরে উয়েফা নেশন্স লিগে ইসরাইল ও ইতালির বিপক্ষে খেলবে ফ্রান্স। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে এমবাপ্পেকে রাখেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এই নিয়ে টানা চার ম্যাচে ফ্রান্সের স্কোয়াডে জায়গা হলো না রিয়াল মাদ্রিদ তারকার।

অনেকেই মনে করছেন ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পের পড়তি ফর্মের জন্যই তাকে দল থেকে বাদ দিয়েছেন দেশম। কিন্তু অনেকেই পাচ্ছেন ভিন্নকিছুর গন্ধ। বাতাসে গুঞ্জন, ফ্রান্সের কোচ দেশমের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলছে এমবাপ্পের।

সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন ফরাসি সাংবাদিক রোমাইন মলিনা। তার দাবি, দেশমের সঙ্গে সম্পর্কের অবনতির জের ধরে আর ফ্রান্সের জার্সি গায়ে চাপানোর ইচ্ছা নেই এমবাপ্পের। মলিনা কোচের সঙ্গে রিয়াল তারকার সম্পর্ককে ‘খিটখিটে’ বলে আখ্যা দিয়েছেন।
কোচ দেশামের সঙ্গে খারাপ সম্পর্কের জেরে ফ্রান্সের হয়ে আর নাও খেলতে পারেন এমবাপ্পে। ছবি: এপি

মলিনার কথার ইঙ্গিত মেলে দেশমের কথায়ও। এমবাপ্পেকে বাদ দেয়ার কারণ না জানালেও ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপ জেতানো এই কোচ জানিয়েছেন, সিদ্ধান্তটা একান্তই তার। নভেম্বরে দল ঘোষণার সঙ্গে এমবাপ্পের সঙ্গে যে তার কয়েক দফা আলোচনা হয়েছে, তার ইঙ্গিতও দিয়েছেন তিনি। ইসরাইল ও ইতালির বিপক্ষে ম্যাচের জন্য দল  ঘোষণার পর তিনি বলেন, ‘আমি তার সঙ্গে আলোচনা করেছি। (তাকে না নেওয়ার) সিদ্ধান্তটি শুধু এই ব্লকের (মাসের) ম্যাচের জন্যই নিয়েছি। সে আসতে চেয়েছিল।’

এদিকে এমবাপ্পের মা এবং তার এজেন্ট ফাইজা লামারি তোপ দেগেছেন ফরাসি মিডিয়ার দিকে। তার দাবি, এমবাপ্পেকে এমনভাবে চিত্রায়িত করা হয় যেটা তার বিরুদ্ধে নেতিবাচকতা ছড়ায় এবং গণমাধ্যমের পরিবেশও তাকে সবসময় শত্রুভাবাপন্ন হিসেবে উপস্থাপন করে। তিনি বিষয়টিকে ‘আমরা বনাম বিশ্ব’ এভাবেই আখ্যা দেন। এসব কারণে এমবাপ্পের সম্মানহানি হচ্ছে বলেও মনে করেন তিনি। 

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: