দীর্ঘদিন আনুশকা শেঠির সঙ্গে প্রেমের গুঞ্জনে ছিলেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। সম্প্রতি আনুশকার এক প্রযোজকের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকার খবর প্রকাশ্যে আসতেই প্রভাসের নাম জুড়লো আরেক অভিনেত্রীর সঙ্গে। তিনি বলিউডের দিশা পাটানি।
‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস। সিনেমাটি ছয় দিনে বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটিরও বেশি রুপি আয় করেছে। শিগগিরই হাজার কোটি রুপির ক্লাবে পা রাখবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের। স্বভাবতই এ নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রভাস নিজেও।
আর এরমাঝেই চাউর হলো তার প্রেমের গুঞ্জন। অভিনেত্রী দিশার সঙ্গে প্রেম করছেন তিনি!
মূলত অভিনেত্রীর হাতে ‘পিডি’ নামে ট্যাটু দেখেই এ গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। পি ও ডি দুটি শব্দকে ‘প্রভাস ও দিশা’ বলেই আখ্যাায়িত করতে চাইছেন নেটিজেনরা। কেউ কেউ আবার বলছেন, দিশা পাটানি তার নামের উল্টো করে ‘পিডি’ অর্থাৎ পাটানি দিশা লিখেছেন।
প্রসঙ্গত, দিশা কল্কি সিনেমায় প্রভাসের সহশিল্পী। এ সিনেমার শুটিংয়ের সময়ই নাকি দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। এবার সেটা আরও বাড়ল দিশার হাতের নতুন ট্যাটু দেখে। এটা দেখেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন ভক্তরা।
তবে সত্যিই তারা প্রেম করছেন, নাকি পুরোটাই গুজব- তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি কেউই।
আপনার মতামত লিখুন :