প্রবাসীদের বিনিয়োগের পরিবেশ নিশ্চিত জরুরী


নিউজ ডেক্স প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২২, ৬:০৩ অপরাহ্ন
প্রবাসীদের বিনিয়োগের পরিবেশ নিশ্চিত জরুরী

বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বিশ্বে ১৬৮তম যা বিনিয়োগের জন্য পর্যাপ্ত নয় এছাড়া বাংলাদেশে বিনিয়োগ করতে গিয়ে বিদেশীরা নানাভাবে হয়রানির শিকার হয়ে বিনিয়োগ না করে ফিরে আসে। তবে বিশেষজ্ঞরা বিদেশি বিনিয়োগে বাধা হিসেবে বিদেশে বাংলাদেশকে ব্র্যান্ডিং না করা এবং বন্দরের অটোমেশন নিশ্চিত করতে না পারাকে দায়ী করেছেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশের সর্বশেষ বিনিয়োগের পরিবেশ সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, দুর্নীতি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, অপর্যাপ্ত অবকাঠামো এবং সীমিত অর্থায়নের সুযোগের মত বেশ কিছু কারণ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করছে। এতে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে মোট ১২টি বাধাকে চিহ্নিত করা হয়েছে, এর মধ্যে বড় বাধা দুর্নীতি। তছাড়াও রয়েছে, বিনিয়োগ করতে গেলে বিভিন্ন সেক্টরে দিতে হয় ধর্ণা, রাজনৈতিক অস্থিরতা, বিরোধীদলকে দমন, নির্যাতন, দখলদারীত্ব।

সম্প্রতি বৃটেনের ৭ জন প্রবাসী বাংলাদেশে বিনিয়োগ করে গড়ে তুলেছেন হোমল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি। গত ২১শে সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সম্মেলনে অংশ নিতে বৃটেন থেকে দেশে গিয়েছিলেন সাত প্রবাসী পরিচালক। সেখান থেকেই আচমকা তাদের ধরে নিয়ে যায় মতিঝিল থানা পুলিশ, এরপর আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।

কোম্পানির লেনদেনের বিষয়ে কেউ মামলা করলে বর্তমান চেয়ারম্যান এবং এমডি’র বিরুদ্ধে মামলা হওয়ার কথা। তা না করে প্রবাসে থাকেন এমন ৭ উদ্যোক্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে (সিআর মামলা নং-২২৭/২২,২২৮/২২,২২৯/২২,২৩০/২২। ধারা নং ৪০৬ ও ৪২০ দণ্ডবিধি) আর তার পরোয়ানাও হয়েছে। ৯৬ সালে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটি দখল করে নিতেই এই কৌশল নিয়েছে শক্তিশালী কোনো একটি পক্ষ।

ওদিকে ওই ৭ প্রবাসীকে গ্রেপ্তারের পর থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বৃটেনে বসবাসরত প্রবাসীদের মধ্যে। তারা বলছেন, এভাবে প্রবাসী উদ্যোক্তাদের ডেকে নিয়ে দেশে গ্রেপ্তার করা কী বার্তা দিচ্ছে।

কামরুল ইসলাম
প্রধান সম্পাদক

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: