প্রিয় পাঠক
মুসলমানদের প্রধান পবিত্র ধর্মীয় দুই উৎসবের একটি ঈদুল আযহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অষ্ট্রেলীয়াতে আজ অনেক মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করছেন মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে। স্থানীয় চাঁদের হিসাব অনুযায়ী অনেকেই আগামীকল ঈদ উদযাপন করবেন। ঈদের নামাজের শেষে প্রতিটি মুসল্লীরা প্রার্থনা হউক প্রাকৃতিক মহামারী থেকে যেন মুক্তি মেলে মানব জাতির।
পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রতিটি জীবন, মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। তবে “লোক দেখানো পশু নয়, মনের পশুকে কোরবানির মাধ্যম আমাদের আত্মার পরিশুদ্ধি হোক।”
সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুরক্ষিত থাকুন। AusBangla News এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।
কামরুল ইসলাম
প্রধান সম্পাদক
আপনার মতামত লিখুন :