নেতানিয়াহুর অনুমোদন, রাফাহতে যেকোনো সময় অভিযান


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ন
নেতানিয়াহুর অনুমোদন, রাফাহতে যেকোনো সময় অভিযান

অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

শুক্রবার একটি বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ‘রাফাহতে অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।’ তবে কখন থেকে এবং কিভাবে এই অভিযান চালানো হবে সে বিষয়ে বিশদ বিবরণ দেওয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী অপারেশনাল দিক দিয়ে এবং রাফাহতে অবস্থানরত ফিলিস্তিনি জনগণকে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, ইসরায়েল রাফাহতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনার ফলে বৈশ্বিক সমালোচনার মুখে পড়েছে। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকার শেষ নিরাপদস্থল হিসেবে সেখানে ১৪ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন, যা গাজার মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি যুদ্ধের সময় ইসরায়েলকে সমর্থন করেছিলেন- তিনিও বলেছেন, রাফাহতে ইসরায়েলি আক্রমণ একটি বিশ্বাসযোগ্য বেসামরিক সুরক্ষা পরিকল্পনা ছাড়াই ‘লাল রেখা’ অতিক্রম করা হবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সফরের সময় বলেন, ‘ওয়াশিংটন রাফাহ অভিযানের কোনো পরিকল্পনা দেখেনি। তবে ইসরায়েল যদি রাফাহতে কোনো ধরনের সামরিক অভিযান চালাতে চায় তাহলে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি ‘স্পষ্ট ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা’ দেখাতে হবে।

সরকারি ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় রাফাহতে একটি আসন্ন ইসরায়েলি সামরিক হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে এই সামরিক আক্রমণ এড়াতে মার্কিন প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়েরই দ্রুত হস্তক্ষেপের ওপর জোর দিয়েছে। কারণ এতে গাজায় একটি নতুন গণহত্যা এবং ফিলিস্তিনি জনগণের ইতোমধ্যে অপরিমেয় দুর্ভোগকে বাড়িয়ে তুলতে পারে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাফাহতে বড় আকারের আক্রমণকে সমর্থন করা যায় না।’

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: