ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নতুন উচ্চতায় চীন


অনলাইন ডেক্স প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৭:২৮ অপরাহ্ন
ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নতুন উচ্চতায় চীন

এ বছরের জুন নাগাদ চীনে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ কোটিতে। ২০২৩ সালের চেয়ে যা ৭৪ লাখ ২০ হাজার বেশি।

চীনের ইন্টারনেট উন্নয়ন সংক্রান্ত দপ্তরের ৫৪তম পরিসংখ্যান প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বিশ্বে কম্পিউটিং শক্তিতে চীনের অবস্থান এখন দ্বিতীয়। চীনের ৫০ লাখ অভ্যন্তরীণ পর্যটকই এ বছরের প্রথম ছয় মাসে মোবাইল পেমেন্ট ব্যবহার করেছে, যা গতবছরের একই সময়ের তুলনায় চারগুণ বেশি।

পরিসংখ্যানে আরও দেখানো হয়েছে, ২০২৪ সালের জুন নাগাদ চীনে নিবন্ধিত ডোমেইন আছে ৩ কোটি ১৮ লাখ ৭০ হাজার। ডট সিএন যুক্ত উচ্চমানের ডোমেইন সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ৬০ হাজার। এ সময়ের মধ্যে চীনের মোবাইল ফোনের জন্য বেজ স্টেশনের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লাখ ৮০ হাজারে।

চীনে নতুন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে টিনএজার আছে ৪৯ শতাংশ। ৫০ থেকে ৫৯ বছর বয়সী আছে ১৫ দশমিক ২ এবং এর বেশি বয়সীরা হলেন ২০ দশমিক ৮ শতাংশ।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: