‘’দুই সন্তানকে আল্লাহর কাছে সপে দিয়েছি। বেঁচে থাকবো আমার ১৬ কোটি সন্তানদের মাঝে।’’ – বেগম খালেদা জিয়া।


নিউজ ডেক্স প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
‘’দুই সন্তানকে আল্লাহর কাছে সপে দিয়েছি। বেঁচে থাকবো আমার ১৬ কোটি সন্তানদের মাঝে।’’ – বেগম খালেদা জিয়া।
কালিমালিপ্ত ১/১১’র অন্তর্বর্তীকালীন জরুরী সরকারের সময়ে আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদ এবং তাদের এদেশীয় দালালদের ষড়যন্ত্রের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে ‘মাইনাস’ করা ও বিএনপিকে সুপরিকল্পিতভাবে ‘বিলীন’ করার চক্রান্তে সফল হতে না পেরে বেগম জিয়াকে জোরপূর্বক বিদেশে পাঠিয়ে দেয়ার চেষ্ঠা করা হয়। তখন একটি বিষয় ওপেন সিক্রেট ছিল যে, বেগম খালেদা জিয়াকে চাপে রাখার জন্য এবং ‘জাতীয়তাবাদী শক্তিকে’ নিশ্চিহ্ন করে দেয়ার নিমিত্তে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের আপোষহীন নেত্রী সেদিন কোনো কিছুর সাথেই আপোষ করেননি।
শহীদ জিয়াউর রহমানের বড় ছেলে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক জাতীয়তাবাদের আজকের অগ্রপ্রতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মরহুম মাহবুব আলী খানের কন্যা ডা. জোবায়দা রহমানের বক্তব্য থেকে বিষয়টির শতভাগ সত্যতা প্রমাণিত। ২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর ডা. জোবায়দা রহমান লিখেছিলেন, ‘মায়ের কাছে সন্তানের চেয়ে দেশ বড়।’ তিনি উল্লেখ করেন, ‘মায়ের (খালেদা জিয়া) কাছে জানতে চাওয়া হয়েছিল- সন্তান (তারেক রহমান ও আরাফাত রহমান), নাকি দেশ? এর উত্তরে মা বলেছিলেন- দেশ। এরপর অমানুষিক নির্যাতন নেমে এলো তাঁর দুই সন্তানের উপর। এক সন্তানের পায়ের হাড়গুলো ভেঙে দেয়া হলো, আরেক সন্তানকে ইলেকট্রিক শক’এর সাহয্যে ব্রেন ড্যামেজ করে দেয়া হলো।
এরপর আবার সেই ‘মা’কে জিজ্ঞেস করা হলো- আপনার কাছে সন্তান বড় নাকি দেশ? উনি কেঁদেছেন। চোখের পানি ফেলতে ফেলতেই বলেছেন- দেশ। এই দেশ আমার ‘মা’ এই দেশ আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন। আমি আমার মায়ের কাছেই থাকবো, আমার স্বামীর স্বপ্নের দেশেই থাকবো। আমার দুই সন্তানকে আমি আল্লাহর কাছে সপে দিয়েছি। আমি বেঁচে থাকবো আমার ১৬ কোটি সন্তানদের মাঝে।’ (সূত্র: দৈনিক আমাদেরসময় ডটকম, ২৮ জানুয়ারী ২০১৫)।
সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন ম্যাডাম খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করেন।
ড. এম মুজিবুর রহমান
লন্ডন।
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: