টুইটারের নতুন ফিচারে যা থাকছে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৯, ২০২২, ৪:২৩ অপরাহ্ন
টুইটারের নতুন ফিচারে যা থাকছে
সব জল্পনার অবসান ঘটিয়ে ৪৪ বিলিয়ন ডলারে মাত্র কয়েকদিন আগেই জনপ্রিয় মাইক্রো-ব্লগিং সাইট টুইটার কিনেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। এরপর থেকেই টুইটারের বড়সড় বদল আনতে চলেছেন তিনি। 
সম্প্রতি ৯টু৫গুগলের এক প্রতিবেদনে জানা যায়, টুইটার নিয়ে আসতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার। এরই মধ্যে বিভিন্ন ধরনের নতুন ফিচারের কাজ শুরু করেছে সাইটটি। খুব শিগগিরই লঞ্চ করতে পারে একটি নতুন ফিচার। এই নতুন ফিচারের মাধ্যমে একটি টুইটেই একসঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করা যাবে। 
টুইটারের নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র একটি টুইটের মাধ্যমেই ছবি ও ভিডিও দুটোই পোস্ট করতে পারবেন। বর্তমানে মিডিয়ার ক্ষেত্রে একটি টুইটে চারটি ছবি এবং একটি ভিডিও পোস্ট করা যায়। এছাড়াও শোনা যাচ্ছে যে টুইটারের নতুন ফিচারের মাধ্যমে আরও বেশি মিডিয়া ফাইল যুক্ত করা যাবে। 
রিপোর্ট অনুযায়ী টুইটার কাজ করে চলেছে স্ট্যাটাস ফিচার নিয়ে। এই ফিচারের ইউজাররা অন্যদের স্ট্যাটাস দেখতে পারবেন। একই সঙ্গে সেখানে যোগ দিতে পারবেন এবং তা দেখতে পাবেন। এছাড়াও আরও অনেক ফিচার যুক্ত করতে যাচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টুইটার। 
অন্যদিকে, ব্যবহারকারীর ‘সর্বনাম তালিকা রাখার’ নতুন ফিচার ‘প্রোনাউন ফিল্ড’ নির্মাণাধীন পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ। এরইমধ্যে প্রোফাইলে থাকা ‘ডিসপ্লে নেইম’, ‘বায়ো’ বা অন্যান্য জায়গায় ‘সর্বনাম তালিকা’ রেখেছেন অনেক টুইটার ব্যবহারকারী।
যেহেতু এসব ফিচার নিয়ে এখনও পরীক্ষা চলছে, তাই কবে এগুলো সবার হাতে পৌছাবে, সেটি এখনও পরিষ্কার নয়। 
টুইটার স্ট্যাটাস’ ফিচার সম্পর্কে নতুন কিছু সূত্র খুঁজে পেয়েছে ‘৯টু৫গুগল’, যেটি প্রথম চিহ্নিত হয়েছিল কয়েক সপ্তাহ আগে। 
সেখানে কয়েকটি ছবিতে, ব্যবহারকারীর প্রোফাইলে দেখানো স্ট্যাটাস-এর মধ্যে, ‘ডিসকভার’ এবং ‘জয়েন’ নামের অপশন দেখানো হচ্ছে, যেটি ব্যবহার করে অন্যান্য অ্যাকাউন্ট খোঁজা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ। 
টুইটারে এতদিন ছবি এবং ভিডিও বাদে স্ট্যাটাস দেওয়া যেত, যেটি কেবল ১৪০টি অক্ষর পর্যন্ত সীমাবদ্ধ ছিল। নতুন ফিচারগুলো সম্ভবত ব্যবহারকারীর টুইটার অভিজ্ঞতা আরও সহজ করবে।

2022-05-09 16:23:17

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: