“ঝরা পাতার ভীরে “
– রাজলক্ষ্মী মৌসুমী।
ফাগুনের উরু উরু বাতাসে তোমায় মিলাতে পারিনা।
ঝরা পাতার ভীরে নিজেকে সঁপে দিতে চেয়েছি বহুবার।
চিৎকার করে বলেছি
ঝরা পাতা গো আমি
তোমাদেরি দলে।
কিন্তু হায় কে শুনে কার কথা।
আমাকে জানতেও চাইলে না, আমি কে? কি আমার পরিচয়।
আমি যে ধুকে ধুকে জমানো কষ্টগুলোকে সযতনে রেখেছিলাম তোমায় বলবো বলে।
তোমার রক্ত কথা বলে মানুষের বইয়ের পাতায় পাতায়।
নাইবা হলো দেখা।
তুমি ঘুমিয়ে আছো ছায়ানীড়ের মাটির ক্রোড়ে। শুধুই কি সালাম, বরকত, রফিক আরো কত সতেজ লাল রক্ত মানচিত্রকে পবিত্র করেছে।
জানি ভাই —
সেই অগনিত ভাইয়েদের মাঝেই তুমি আছো।
বসন্তের ঝরাপাতাগুলো দখিনা বাতাসে এলোমেলো হয়ে উড়ে যায় তাঁদের ঠিকানা খোঁজে।
আমি জানি,
সুন্দর প্রকৃতির মাঝেই শান্তির ভূমিতলে তুমি আছো।
একুশ কথা বলে সারা বিশ্বে মাতৃভাষা দিবসের পদবী নিয়ে।
প্রিয় ভাইয়েরা,
আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার অর্ঘ্যের নিবেদন নিও পদতলে।
তোমার সাথে দেখা হবে
নিশ্চয়ই পরপারে।
আপনার মতামত লিখুন :