জাতিসংঘের ৭৭ তম অধিবেশনে বাংলাদেশের ১৪৭ জনের বহর


নিউজ ডেক্স প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২২, ৫:১৫ অপরাহ্ন
জাতিসংঘের ৭৭ তম অধিবেশনে বাংলাদেশের ১৪৭ জনের বহর

নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে ৭৭ তম অধিবেশনে বিশ্বের প্রায় সকল সদস্য দেশের সরকার প্রধান গিয়েছেন ভাষণ দিতে। জার্মান চ্যান্সেলর মাত্র ১০ ঘন্টার জন্যে নিউইয়র্ক গিয়েছিলেন তার একজন সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ভাষণ শেষ করে সেই দিনই বার্লিন ফিরে গেছেন। ভারতের প্রধানমন্ত্রী গিয়েছেন ৫ জন নিয়ে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ১৫ জনের সফর সঙ্গী নিয়ে।

গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪৭ জন সফর সঙ্গি নিয়ে জাতিসংঘে যোগ দিতে গিয়েছেন। অধিবেশনে যোগদিতে আসা ১৪৭ জনের বহরেই সবচেয়ে বড় এবং রেকর্ড সংখ্যক। বহরের অধিকাংশ সদস্যদের নিউইয়র্কের বড় বড় বিভিন্ন শপিং মলে স্থানীয় বাংলাদেশীরা দেখতে পাচ্ছে। বাংলাদেশ বিমানের 787 ফ্লাইট যেটিতে তারা গিয়েছেন জেএফকে এয়ারপোর্টের রানওয়েতে পার্ক হয়ে বসে আছে গত কয়েকদিন থেকে অসহায়ের মতো।

১৪৭ জনের সফর সঙ্গী নিয়ে সফরের প্রাপ্তি জানতে পররাষ্ট্র মন্ত্রনালয় নতুন নিয়োগপ্রাপ্ত কলামিস্টদের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করুন, নিশ্চয় এত বড় বহরের প্রাপ্তি আছে।

কামরুল ইসলাম
প্রধান সম্পাদক
editor@abnews.com.au

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: