তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডব


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ২:২৪ অপরাহ্ন
তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডব

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তামিলনাড়ুর চেন্নাইয়ে তাণ্ডব চালানোর পর দ্রুত গতিতে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম। মঙ্গলবার সকালেই অন্ধ্র উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইসহ তামিলনাড়ুর সাত জেলায় চলছে তীব্র ঝড়-বৃষ্টি দেখা দিয়েছে। চেন্নাইয়ে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সকাল ৯টা পর্যন্ত স্থানীয় বিমানবন্দর বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পানির নিচে তলিয়ে গেছে চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা। পানির স্রোতে ভেসে যাচ্ছে পার্কিংয়ে রাখা গাড়ি।

ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হয়েছে। বহু যানবাহন জলের তোড়ে ভেসে গিয়েছে। জায়গায় জায়গায় বড় বড় গাছ, দেওয়াল এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। বন্যার জল প্রবেশ করায় বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ্যসেবা পরিষেবা সাময়িক ভাবে স্থগিত। জলরুদ্ধ হয়ে পড়েছে মেট্রো স্টেশনগুলি। অবিরাম বর্ষণের কারণে বেশ চেন্নাইয়ের কয়েকটি এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে। চেন্নাই শহরে আট জনের মৃত্যুও হয়েছে। প্রশাসনের তরফে চেন্নাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেসরকারি অফিসের কর্মীদেরও বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

অন্য দিকে, মিগজাউমের প্রভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। জেলাগুলি টানা তিন দিন বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধ, বৃহস্পতি এবং শুক্রবার উপকূলবর্তী জেলা ছাড়াও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছেন আবহবিদেরা। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: