গীতিকার কে জি মুস্তাফা মারা গেছেন
অনলাইন ডেক্স
প্রকাশের সময় : মে ৮, ২০২২, ৫:০১ অপরাহ্ন
সাংবাদিক, কলামিস্ট এবং গীতিকার কে জি মোস্তফা আর নেই। গতকাল রাত ৮টার দিকে আজিমপুরে নিজ বাসায় অসুস্থবোধ করলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।
১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন কে জি মোস্তফা। তিনি ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দৈনিক ইত্তেহাদে ১৯৫৮ সালে শিক্ষানবিশ হিসেবে সাংবাদিকতায় যোগ দেন তিনি।
‘তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে’ — তালাত মাহমুদের কণ্ঠে কিংবা
‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ —
অমর হয়ে আছে যে গান, তার স্রষ্টা কে. জি. মোস্তফা! তিনি বেঁচে থাকবেন তাঁর অসামান্য সৃষ্টিতে; অপূর্ব সুর মাধুরীতে তাঁর গীত বেজেই চলবে সংগীতপ্রেমীদের স্মৃতিতে বহু বহুকাল।
2022-05-08 17:01:00
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
আপনার মতামত লিখুন :