অস্ট্রেলিয়াতে গির্জায় বিশপকে ছুরিকাঘাত


অনলাইন ডেক্স প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন
অস্ট্রেলিয়াতে গির্জায় বিশপকে ছুরিকাঘাত

অস্ট্রেলিয়ার সিডনিতে ফের ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এবার প্রার্থনা চলাকালে একটি গির্জায় হামলা হয়। হামলাকারী সরাসরি বিশপকে ছুরিকাঘাত করেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হন আরও কয়েকজন।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সিডনির ওয়াকলি এলাকার ‘খ্রিস্ট দ্য গুড শেফার্ড চার্চ’ গির্জায় এ হামলা হয়। তখন প্রার্থনাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

স্থানীয় পুলিশ জানায়, গির্জায় বিশপ মার মারি ইমানুয়েল প্রার্থনা পরিচালনা করছিলেন। তার সঙ্গে স্বাভাবিক সময়ের মতো ধর্মভীরুরা প্রার্থনায় অংশ নেন।

এর মধ্যে এক ব্যক্তি বিশপের সামনে চলে যান। তিনি হঠাৎ ছুরি বের করে বিশপকে আঘাত করেন। এ সময় অন্যান্য প্রার্থনাকারীরা হামলাকারীকে ঠেকানোর চেষ্টা করেন। এতে তাদেরও ছুরিকাঘাত করেন হামলাকারী।

পরে পুলিশ জানায়, সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করেনি তারা। এ ব্যাপারে তদন্ত করে পেছনের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করছে দেশটির আইনশৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন সংস্থা।

আশপাশের এলাকাটি খ্রিস্টান অ্যাসিরিয়ান ছোট একটি সম্প্রদায়ের কেন্দ্রস্থল; যাদের মধ্যে অনেকেই ইরাক ও সিরিয়ায় নিপীড়ন ও যুদ্ধের কবল থেকে পালিয়ে এসেছেন।

উল্লেখ্য, এর আগে সিডনিতে একটি শপিংমলে ছুরি হামলায় সাতজন নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: