গাড়ী ক্রয় করার তিনদিন পর সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরের অকাল মৃত্যু


নিউজ ডেক্স প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন
গাড়ী ক্রয় করার তিনদিন পর সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরের অকাল মৃত্যু

মাত্র কয়েকদিন আগে প্রভিশনাল রেড-পি লাইসেন্স পেয়েছিলেন মাহিউদ্দিন মাহী (১৭)। লাইসেন্স পাওয়ার পর পরিবারের কাছে বায়না তাকে গাড়ী কিনে দিতে হবে। নিজের জমানো অর্থ এবং পিতা-মাতার দেয়া টাকা দিয়ে স্পোর্টস কার ক্রয় করেছিলেন তিনি। গাড়ী ক্রয় করার তিনদিনের মাথায় গত ১৫ ডিসেম্বর (শুক্রবার) রাত ১১ টার দিকে নিজের গাড়ী নিয়ে বের হওয়ার পর এম ফাইভ মোটরওয়েতে মিতসুবিশি ইভিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এই মর্মন্তিক সড়ক দূর্ঘনায় মৃত্যুবরণ করেন সিডনির এডমনসন পার্ক নিবাসি ১৭ বছর বয়সী কিশোর মাহিউদ্দিন মোহাম্মদ আব্দুল মতিন: মাহী (ইন্নালিল্লাহি ও’য়া ইন্না ইলাহি রা’জিউন)। মহীর বাবার নাম গিয়াস উদ্দিন এবং মায়ের নাম হাবিবা লিপি। সে পিতা-মাতার একমাত্র সন্তান।

মাহিউদ্দিন মাহী সিডনির গ্লেনফিল্ড হার্লসটন এগ্রিকালচারাল হাই স্কুলের একাদশম শ্রেণীর ছাত্র ছিলেন। তার অকাল মৃত্যুতে সিডনির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছাঁয়া নেমে আসে। আমরা মাহিউদ্দিন মাহীর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ময়না তদন্ত শেষে মাহীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং দাফন সম্পন্ন করা হবে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: