ক্ষমতা কাঠামোর পরিবর্তন ভিন্ন কোন বিকল্প পথ খোলা নাই


নিউজ ডেক্স প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৩, ১২:০৮ অপরাহ্ন
ক্ষমতা কাঠামোর পরিবর্তন ভিন্ন কোন বিকল্প পথ খোলা নাই

সর্ব মহল বিশেষত কথিত আওয়ামীলীগ ও বিএনপি পন্থিরা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে দিবার জন্য মরিয়া। এরা নিজেদের দল প্রধানের উপর সকল কৃতিত্ব চাপিয়ে দিবার অভিপ্রায়ে ইতিহাসের বিকৃতি ঘটাতে বিন্দু পরিমাণ কম কশুর করে না। এরা ভুলে যায় মুক্তিযুদ্ধ একটি দেশের সকল মানুষের যুদ্ধ। সকল মানুষের সক্রিয় অংশ গ্রহণ ছাড়া মুক্তি যুদ্ধ সংঘটিত হয় না হতে পারে না।

১৯৬৯ সালের জানুয়ারি পাকিস্তান স্বৈরশাসকরে বিরুদ্ধে চরম প্রতিরোধ গড়ে ওঠে এবং তারই ফলশ্রুতিতে পাকিস্তান স্বৈরশাসক, পাকিস্তান এর শাসন ব্যবস্থা প্রণয়নের লক্ষে ‘গণপরিষদ নির্বাচনে’ বাধ্য হয়। গণপরিষদের মূল লক্ষই ছিল পাকিস্তানের শাসন ব্যবস্থা প্রণয়ন করা। গণ পরিষদ নির্বাচন সুস্থ হলেও গণপরিষদ অধিবেশন বসা নিয়ে শুরু হয় টালবাহানা আর এই টালবাহানা জন্ম দেয় ‘অপারেশন সার্চ লাইট’। ‘অপারেশন সার্চ লাইট’ এর হাত ধরে আসে ২৫ মার্চ ১৯৭১ এর ভয়ঙ্কর কালরাত্রি।

১৯৬৯ সালেই পূর্বপাকিস্তানের সকল অধিবাসী জেনে গেছে সুস্থ নির্বাচন হলেই সুস্থ ভাবে দেশ পরিচালিত হয় না। দেশের শাসন ব্যবস্থায় বলা ভাল দেশ পরিচালনার ব্যবস্থায় গলদ রেখে সুস্থ ভাবে দেশ পরিচালনা করা যায় না তা বাংলাদেশের প্রতিটি নাগরিক জেনে এবং বুঝে গেছ ১৯৭২ সালেই।

শুনতে খুব খারাপ সুনাবে – ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা একক ভাবে কোন একটি থানা স্বাধীন করতে পারে নাই যতক্ষণ পর্যন্ত সেই থানার সাধারণ জনগণ মুক্তি যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ না মিলিয়েছে। সুতরাং মুক্তি বাহিনী, মুক্তি ফৌজ, মুজিব বাহিনী যত যত বাহিনীর নামে একক ভাবে ঢাক ঢোল পিটাতে চেষ্টা করুন না কেন, দিন শেষে তা আমড়ার আটি।

সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এর যে মহান ব্রত নিয়ে মুক্তিযুদ্ধ পরিচালিত হোল এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা পেল সেই স্বাধীন বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হল না বলেই বাংলাদেশ স্বাধীন হয়েও স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়ে পারলো না। বাংলাদেশে শাসন ব্যবস্থা করে রাখা হল – শাসকের ইচ্ছাধীন একটি ব্যবস্থা। শাসক মনে করলেই কেবল হবে নচেৎ নয়। এমন শাসন ব্যবস্থা ক্ষমতান্ত্রকেই প্রতিষ্ঠিত করে কেবল, “সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার” নয়। ফলশ্রুতিতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি তে জেগে রইল শাসকের জন্য লুটপাটের ব্যবস্থা।

“সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার” এর বাংলাদেশ পেতে হলে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে ক্ষমতা কাঠামোর পরিবর্তন আনা ছাড়া কোন বিকল্প পথ খোলা নাই। দেশ পরিচালনার জন্য চাই দেশ পরিচালনার জন্য সুস্থ একটি পদ্ধতি যা জনগনের প্রত্যক্ষ ভোটে পাস / গৃহীত হতে হবে।

আদীল, ঢাকা।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: